Agrani School and College

অনলাইন ভর্তি পোর্টালে স্বাগতম

আবেদন ফরমের সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট:

  • (১) প্রথম শ্রেণিতে ভর্তিচ্ছুক ছাত্রীদের জন্ম সনদের ফটোকপি। (জন্ম তারিখ ০১/০১/২০১৫ থেকে
    ৩১/১২/২০১৫ এর মধ্যে হতে হবে)
  • (২) আবেদনকারীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা)।
  • (৩) আবেদনকারীর পিতা/ মাতার জাতীয় পরিচয়পত্র (NID)/ পাসপোর্টের ফটোকপি।
  • (৪) ভিন্ন মোবাইল নাম্বার থেকে প্রভাতি এবং দিবা শাখার জন্য আবেদন করা যাবে।
  • দ্রষ্টব্য: ক) অনলাইনের ভর্তির আবেদনের ফরম এর মূল্য ১৫০.০০ (একশত পঞ্চাশ) টাকা + ব্যাংক ও অনলাইন
    সার্ভিস চার্জ ২০ (বিশ) টাকাসহ মোট ১৭০ (একশত সত্তর টাকা)।
  • খ) প্রথম শ্রেণিতে ভর্তিচ্ছুক ছাত্রীদের ক্যাচমেন্ট এরিয়া কোটায় (১৮, ২৩, ২৫ ও ২৬নং ওয়ার্ড) ভর্তিচ্ছুক
    ছাত্রীদের প্রমাণের জন্য অভিভাবকের পরিশোধকৃত গ্যাস/বিদ্যুৎ বিলের ফটোকপি।
  • গ) প্রথম শ্রেণিতে ভর্তিচ্ছুক ছাত্রীদের মুক্তিযোদ্ধা কোটায় ভর্তিচ্ছুকদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা দাদা হলে বাবার ঘওউ এর
    ফটোকপি এবং মুক্তিযোদ্ধা নানা হলে মায়ের এস.এস.সি সার্টিফিকেটের সত্যায়িত কপি ।
  • ঘ) ১ম থেকে ৯ম শ্রেণিতে সহোদর (বোনের) কোটার জন্য প্রার্থীর সহোদর, বোনের জন্ম নিবন্ধন ও বেতন পরিশোধ
    রশিদের কপি সংযুক্ত করতে হবে।
  • ঙ) পরীক্ষা পদ্ধতি, ফলাফল প্রদান ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
  • চ) আবেদনের পর সর্বশেষ তথ্য জানার জন্য নিয়মিত ওয়েবসাইট asc.edu.bd ভিজিট করতে হবে।
  • ছ) ভর্তির আবেদনে কোন প্রকার ভুল তথ্য অথবা অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।
  • জ) উপরে উল্লেখিত পরীক্ষার তারিখ ও সময় কর্তৃপক্ষ যে কোন সময় পরিবর্তন ও পরিমার্জনের অধিকার সংরক্ষণ করেন।
  • ঝ) একই মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি দিয়ে একাধিক আবেদন করা যাবে না।

ফরম পূরণের নিয়মাবলী

  • আবেদন ফরম মূল্য তালিকা :
  • বর্ণনা টাকা
    ফরম এর মূল্য 150.00TK
    মোবাইল মানি সার্ভিস/ব্যাংক ও অনলাইন সার্ভিস চার্জ 20.00TK
    মোট টাকা 170.00TK
  • ভিন্ন মোবাইল নাম্বার থেকে প্রভাতী এবং দিবা শাখার জন্য আবেদন করা যাবে। একই শাখায় দুইবার ভর্তির আবেদন করা হলে আবেদনটি বাতিল বলে গন্য হবে।
  • প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য ডানপাশের “Apply Now” বাটনটিতে ক্লিক করুন। পরবর্তী পেইজে আবেদনকারীর তথ‌্য পূরণের ফরম আসবে, সেখানে প্রয়োজনীয় তথ্যগুলো সঠিকভাবে পূরণ করতে হবে।
  • পাসওয়ার্ড হারানোর বিড়ম্বনা এড়াতে অবশ্যই ইমেইল আইডি প্রদান করুন।
  • প্রদানকৃত মোবাইল নম্বর (অবশ্যই সচল হতে হবে ) এবং পাসওয়ার্ডটি অবশ্যই সংরক্ষণ করুন। পরবর্তীতে এই মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে পুনরায় অ‌্যাডমিশন অ্যাকাউন্টে লগইন করা যাবে।
  • সবশেষে “Save Profile” এ ক্লিক করুন। এরপর পেমেন্ট পেইজ আসবে।