(৪) ভিন্ন মোবাইল নাম্বার থেকে প্রভাতি এবং দিবা শাখার জন্য আবেদন করা যাবে।
দ্রষ্টব্য: ক) অনলাইনের ভর্তির আবেদনের ফরম এর মূল্য ১৫০.০০ (একশত পঞ্চাশ) টাকা + ব্যাংক ও অনলাইন
সার্ভিস চার্জ ২০ (বিশ) টাকাসহ মোট ১৭০ (একশত সত্তর টাকা)।
খ) প্রথম শ্রেণিতে ভর্তিচ্ছুক ছাত্রীদের ক্যাচমেন্ট এরিয়া কোটায় (১৮, ২৩, ২৫ ও ২৬নং ওয়ার্ড) ভর্তিচ্ছুক
ছাত্রীদের প্রমাণের জন্য অভিভাবকের পরিশোধকৃত গ্যাস/বিদ্যুৎ বিলের ফটোকপি।
গ) প্রথম শ্রেণিতে ভর্তিচ্ছুক ছাত্রীদের মুক্তিযোদ্ধা কোটায় ভর্তিচ্ছুকদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা দাদা হলে বাবার ঘওউ এর
ফটোকপি এবং মুক্তিযোদ্ধা নানা হলে মায়ের এস.এস.সি সার্টিফিকেটের সত্যায়িত কপি ।
ঘ) ১ম থেকে ৯ম শ্রেণিতে সহোদর (বোনের) কোটার জন্য প্রার্থীর সহোদর, বোনের জন্ম নিবন্ধন ও বেতন পরিশোধ
রশিদের কপি সংযুক্ত করতে হবে।
ঙ) পরীক্ষা পদ্ধতি, ফলাফল প্রদান ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
চ) আবেদনের পর সর্বশেষ তথ্য জানার জন্য নিয়মিত ওয়েবসাইট asc.edu.bd ভিজিট করতে হবে।
ছ) ভর্তির আবেদনে কোন প্রকার ভুল তথ্য অথবা অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।
জ) উপরে উল্লেখিত পরীক্ষার তারিখ ও সময় কর্তৃপক্ষ যে কোন সময় পরিবর্তন ও পরিমার্জনের অধিকার সংরক্ষণ করেন।
ঝ) একই মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি দিয়ে একাধিক আবেদন করা যাবে না।
ফরম পূরণের নিয়মাবলী
আবেদন ফরম মূল্য তালিকা :
বর্ণনা
টাকা
ফরম এর মূল্য
150.00TK
মোবাইল মানি সার্ভিস/ব্যাংক ও অনলাইন সার্ভিস চার্জ
20.00TK
মোট টাকা
170.00TK
ভিন্ন মোবাইল নাম্বার থেকে প্রভাতী এবং দিবা শাখার জন্য আবেদন করা যাবে। একই শাখায় দুইবার ভর্তির আবেদন করা হলে আবেদনটি বাতিল বলে গন্য হবে।
প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য ডানপাশের “Apply Now” বাটনটিতে ক্লিক করুন। পরবর্তী পেইজে আবেদনকারীর তথ্য পূরণের ফরম আসবে, সেখানে প্রয়োজনীয় তথ্যগুলো সঠিকভাবে পূরণ করতে হবে।
পাসওয়ার্ড হারানোর বিড়ম্বনা এড়াতে অবশ্যই ইমেইল আইডি প্রদান করুন।
প্রদানকৃত মোবাইল নম্বর (অবশ্যই সচল হতে হবে ) এবং পাসওয়ার্ডটি অবশ্যই সংরক্ষণ করুন। পরবর্তীতে এই মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে পুনরায় অ্যাডমিশন অ্যাকাউন্টে লগইন করা যাবে।
সবশেষে “Save Profile” এ ক্লিক করুন। এরপর পেমেন্ট পেইজ আসবে।