Noubahini College, Dhaka

আবেদন প্রক্রিয়া

Apply now তে ক্লিক করুন

ফরম ফিল আপ করে প্রোফাইল সেভ করুন

ভর্তি ফর্মের ফি পরিশোধ করুন

আবেদন পত্র ডাউনলোড করুন

আবেদনের জন‌্য আবশ‌্যকীয় কাগজপত্রাদি / করণীয়

  • আবেদনকারীর 300X300 পিক্সেল ছবি
  • জন্ম নিবন্ধনের সত্যায়িত কপি
  • সামরিক/সামরিক (অবঃ)/প্রতিরক্ষাখাতভুক্ত চাকুরীরতদের ক্ষেত্রে ইউনিট সার্টিফিকেটের কপি অবশ্যই আপলোড করতে হবে।
  • পেমেন্ট করার জন‌্য বিকাশ যে অ্যাকাউন দিয়ে প্রদান করতে চান সেই অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমান টাকা থাকতে হবে ।

ফর্ম পূরণের নিয়মাবলী

  • প্রথম শ্রেণীর ভর্তির জন্য ৩০ অক্টোবর ২০২৩ থেকে ১৫ নভেম্বর ২০২৩ শুধু অন-লাইনে (www.bncd.edu.bd) ভর্তির আবেদন করা যাবে |
  • প্রথম শ্রেণীর শিক্ষার্থীর বয়স ৬+ হতে হবে |
  • আবেদন ফর্মের মূল্য তালিকা :
  • বিবরণ টাকা
    ফরম এর মূল্য ২২০ টাকা
    মোবাইল মানি সার্ভিস/ব্যাংক ও অনলাইন সার্ভিস চার্জ ৩০ টাকা
    মোট টাকা ২৫০ টাকা
  • লটারীর মাধ্যমে পরবর্তীতে শিক্ষার্থী নির্বাচন করা হবে। লটারীর তারিখ ও সময় এবং ভর্তি কার্যক্রম সরকার কর্তৃক প্রদত্ত সিদ্ধান্ত অনুযায়ী গ্রহন করা হবে।
  • প্রথম শ্রেণীর ভর্তির জন্য ডানপাশের "Apply Now" বাটনটিতে ক্লিক করুন। পরবর্তী পেইজে আবেদনকারীর তথ‌্য পূরণের ফর্ম আসবে, সেখানে প্রয়োজনীয় তথ্যগুলো সঠিকভাবে পূরণ করতে হবে।
  • পাসওয়ার্ড হারানোর বিড়ম্বনা এড়াতে অবশ্যই ইমেইল আইডি প্রদান করুন।
  • প্রদানকৃত মোবাইল নম্বর (অবশ্যই সচল হতে হবে ) এবং পাসওয়ার্ডটি অবশ্যই সংরক্ষণ করুন। পরবর্তীতে এই মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে পুনরায় অ‌্যাডমিশন অ্যাকাউন্টে লগইন করা যাবে।
  • সবশেষে “Save Profile” এ ক্লিক করুন। এরপর পেমেন্ট পেইজ আসবে।

পেমেন্ট করার উপায়

  • একবার ফর্ম পূরন করে সেভ প্রোফাইল এ ক্লিক করে পরবর্তীতে যেকোন সময় প্রদানকৃত মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে ভর্তি ফি পরিশোধ করা যাবে। তবে ভর্তি ফি নির্দিষ্ট সময়ের ভিতরে জমা দিতে হবে।
  • পেমেন্ট পেইজে আপনি বিকাশ দেখতে পাবেন এবং বিকাশ এর নিচে পে বাটন ক্লিক করুন ।
  • অপশন ১. বিকাশের লোগোতে ক্লিক করলে একটি পপআপ (নতুন একটি বক্স) ওপেন হবে। সেখানে প্রথমে বিকাশ মোবাইল নাম্বার, এরপর মোবাইলে আসা OTP এবং তারপরের পেজে পিন (PIN) দিয়ে কনফার্ম করলে সবকিছু সঠিক থাকলে আপনার পেমেন্ট সফল হওয়ার তথ্য দেখাবে।

    Step 1

    Step 2

    Step 3