SHAHEED BIR UTTAM LT. ANWAR GIRLS' COLLEGE

School Code : 1262 , College Code : 1000 , EIIN : 132143

একাদশ শ্রেণীর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া

Apply now তে ক্লিক করুন

ফরম ফিল আপ করে প্রোফাইল সেভ করুন

ভর্তি ফর্মের ফি পরিশোধ করুন

আবেদন পত্র ডাউনলোড করুন

ভর্তি ফর্ম পূরণের জন‌্য আবশ‌্যকীয় কাগজপত্রাদি / করণীয়

  • ১৫ জুলাই ২০২৪ থেকে ২৫ জুলাই ২০২৪ তারিখের মধ্যে কলেজ ওয়েবসাইট sagc.edu.bd এর XI Class Admission Button এ ক্লিক করে অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভর্তির জন্য আবশ্যকীয় তথ্যাবলী নিম্নরুপ-
  • আবেদনকারীর 300X300 পিক্সেল ছবি
  • পেমেন্ট করার জন‌্য বিকাশ/ ট্যাপ / যেকোনো ব‌্যাংকের ডেবিট অথবা ক্রেডিট কার্ডের যে অ্যাকাউন্ট দিয়ে প্রদান করতে চান সেই অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমান টাকা থাকতে হবে ।

ফর্ম পূরণের নিয়মাবলী

  • একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ডানপাশের “Apply Now” বাটনটিতে ক্লিক করুন। পরবর্তী পেইজে আবেদনকারীর তথ‌্য পূরণের ফর্ম আসবে, সেখানে প্রয়োজনীয় তথ্যগুলো সঠিকভাবে পূরণ করতে হবে।
  • পাসওয়ার্ড হারানোর বিড়ম্বনা এড়াতে অবশ্যই ইমেইল আইডি প্রদান করুন।
  • প্রদানকৃত মোবাইল নম্বর (অবশ্যই সচল হতে হবে ) এবং পাসওয়ার্ডটি অবশ্যই সংরক্ষণ করুন। পরবর্তীতে এই মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে পুনরায় অ‌্যাডমিশন অ্যাকাউন্টে লগইন করা যাবে।
  • সবশেষে “Save Profile” এ ক্লিক করুন। এরপর পেমেন্ট পেইজ আসবে।

ভর্তি ফি

(মোবাইলে পুরো ভর্তি ফিস দেখতে বামে স্লাইড করুন)

  • বাংলা ভার্সন ইংরেজি ভার্সন
    বিভাগ সশস্ত্র বাহিনী ( কর্মরত ও অবঃ ) প্রতিরক্ষা কর্মরত বেসামরিক সশস্ত্র বাহিনী ( কর্মরত ও অবঃ ) প্রতিরক্ষা কর্মরত বেসামরিক
    বিজ্ঞান 7000tk 7500tk 8000tk 8500tk
    মানবিক ও ব্যবসায় শিক্ষা 7000tk 7500tk
  • পেমেন্ট করার উপায়

  • পেমেন্ট পেইজে আপনি বিকাশ, ট্যাপ /ট্রাস্ট ব‌্যাংক/ ভিসা/মাস্টারকার্ড/অ‌্যামেক্স কার্ড এর আলাদা লোগো দেখতে পাবেন। আপনি যে মাধ‌্যমে পেমেন্ট করতে চান সেই লোগোটিতে ক্লিক করুন।
  • অপশন ১. বিকাশের লোগোতে ক্লিক করলে একটি পপআপ (নতুন একটি বক্স) ওপেন হবে। সেখানে প্রথমে বিকাশ মোবাইল নাম্বার, এরপর মোবাইলে আসা OTP এবং তারপরের পেজে পিন (PIN) দিয়ে কনফার্ম করলে সবকিছু সঠিক থাকলে আপনার পেমেন্ট সফল হওয়ার তথ্য দেখাবে।

    Step 1

    Step 2

    Step 3

  • অপশন ২. কার্ডে পেমেন্ট করার ক্ষেত্রে নির্ধারিত বাটনে ক্লিক করুন । যেকোন ব্যাংকের Visa, American Express and MasterCard দিয়ে পেমেন্ট করা যাবে । এরপর পরবর্তী পেজে নির্ধারিত ঘরে প্রয়োজনীয় তথ্য যেমন Card Number, 4CSC/CVV2/CVC2/CVN2 Number, Card Holder’s Name এবং Expired Date ইত‌্যাদি পূরণ করে “Ok” বাটনে ক্লিক করতে হবে। Ok বাটনে ক্লিক করার পর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি OTP আসবে। OTP টি আপনি কোড সেকশনে টাইপ করবেন এরপর “Submit” বাটনে ক্লিক করবেন। সব তথ্য সঠিক থাকলে আপনার পেমেন্ট সফল হওয়ার তথ্য দেখাবে।
  • অপশন 3. ট্যাপ এর মাধ্যমে পেমেন্ট করার জন্য আপনি আপনার ট্যাপ এর একাউন্ট নাম্বার ও পিন প্রদানের পর Send Authorization Code বাটনে ক্লিক করবেন। Send Authorization Code ক্লিক করার পর আপনার মোবাইলে Authorization Code চলে আসবে। Authorization Code টি টাইপ করুন এবং এরপরে Process Transaction বাটনে ক্লিক করে ট্রানজেকশন সম্পন্ন করুন ।